ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের জাতীয় সম্মেলন সুন্দরভাবে সম্পন্নে সার্বিক সহায়তা করা হবে বলে জানালেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ।
আজ শুক্রবার ২৯ নভেম্বর সকালে সোহরাওয়ার্দি সম্মেলনস্হল সোহরাওয়ার্দি উদ্যান পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন।
মেয়র সাঈদ খোকন জানান সম্মেলন অনুষ্ঠানে ইতোমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনে আগতদের জন্য আমরা পানি পানের ব্যবস্থা রাখাসহ মাঠে ধূলাবালি যেন না উড়ে সেজন্য মাঠে পানি ছিটানোর ব্যবস্থা, পাবলিক টয়লেটের ব্যবস্থা রেখেছি।
মেয়র সাঈদ সাংবাদিকদের জানান সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আশা করছি এ সম্মেলন সফল হবে এবং এ সম্মেলনের মাধ্যমে সুন্দর কমিটি গঠিত হবে যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে মেয়র সম্মেলনের প্যান্ডেলসহ অনুষ্ঠানস্হলের চারপাশ ঘুরে দেখেন।
পরে মেয়র সাঈদ খোকন সোহরাওয়ার্দি উদ্যান পরিচ্ছন্ন করার লক্ষ্যে কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ পরিচ্ছন্নতাকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
Development by: webnewsdesign.com