পীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র( সিএস আর প্রযেক্ট এর অর্ধায়নে ) বিতরণ কর হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) ঠাকুরগাঁও পীরগঞ্জের ৬ নং ওয়ার্ড পৌরসভাতে (আই পজিটিভ ) এর উদ্যোগে শতাধীক শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা জনাব মো: ইকরামুল হক ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌরসভা এবারের নবনির্বাচিতমেয়র ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নুর নবী (বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডার) আহ্বায়ক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলাম, মো: শাহাজাহান ( সাবেক আ:লীগ পীরগঞ্জ উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক), ফয়জুল হক ( বাংলাদেশ ওয়ারকার্স পার্টি ) পীরগঞ্জ সা: সম্পাদক, প্রমুখ ।
এ সময় আমন্ত্রিত ব্যাক্তিরা বলেন, আমাদের এই পীরগঞ্জে এসকল সেচ্ছাসেবি সংগঠদের মাধ্যমেই সকল অসহায় মানুষদের অভাব একনকি তাদের সাধ্যমত তারা এ সকল মানুষের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা আমরা সকলেই করি ।
এমনকি আমাদের বীর মুক্তিযুদ্ধা জনাব মো: ইকরামুল হক ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌরসভা এবারের নবনির্বাচিত মেয়র এর কাছে আমরা এই প্রত্যাশা করি ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আই পজিটিভ এর প্রতিষ্ঠাতা মো:সফিক পারভেজ এবং সঞ্চালক হিসেবে দায়িত্বে ছিলেন মো:হাফিজ উদ্দিন
Development by: webnewsdesign.com