প্রতিদিনের ন্যায় সকাল হতেই তার পেটের তাগিতে কর্মস্থলে যাওয়ার কথা সেটিই করেছিলেন একজন পোশাক শ্রমিক রুনা (২২)। পথের মাঝে নিরাপওার ব্যাবস্থ না করেই সেই নির্মাণাধীন ভবনটির উপর থেকে পোশাক শ্রমিক রুনার মাথার ওপরে পড়ে যায় একটি ইট । সাথে সাথেই গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে তিনি । ঘটনাটি রোস্তার পাশে থাকা কিছু ব্যাক্তি দেখতে পেয়ে হাসপাতালে নিতে গিয়ে অবশেষে তাকে আর হাসপাতালের কতৃপক্ষ বাঁচাতে পাড়লেন না । আজ ৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭:৪৫ সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মোমিনবাগ নামক এলাকাযতে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। পোশাক শ্রমিক রুনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত কিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পোশাক শ্রমিক রুনার স্বামী শাহীন পেশায় তিনিও একজন নির্মাণ শ্রমিক বলে জানা যায়। তার স্বামী জানালেন সকাল আনুমানিক ৭:৪৫ সময় কর্মস্থল মোল্লা গার্মেন্টসে যাওয়ার সময় রাস্তার পাশে একটি নির্মাণাধীন ভবনটির ৪ তলা থেকে রুনার মাথায় ইট পড়ে। এ সময় তিনি গুরুতর আহত হলে কিছু ব্যাক্তি দেখতে পেয়ে হাসপাতালে নিতে গিয়ে অবশেষে তাকে আর হাসপাতালের কতৃপক্ষ বাঁচাতে পাড়লেন না তার গ্রামের বাড়ি ছিল পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাযতে। রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়াতে পশ্চিম মোমিনবাগ নামক এলাকাতে তিনি বসবাস করতেন ।তাদের দম্পতির জীবনে ৭ বছরের রিয়াজ নামে একটি সন্তান আছে । উক্ত বিষয়টিকে কেন্দ্র করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানালেন, মরদেহটি ময়নাতদন্ত করার জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এমনকি বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার থানাকে জানানো হয়।
Development by: webnewsdesign.com