ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘ধূমকেতু’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। সবাই জানতে চায় এ ছবিতে শাকিবের চরিত্র কেমন, তার লুক কেমন?
সম্প্রতি শাকিব নিজের ফেবসুক পেইজে তার লুক প্রকাশ করেছেন। তাহলে চলুন দেখে নেয়া যাক ‘ধূমকেতু’তে শাকিবকে দেখতে কেমন লাগে?
শফিক হাসান পরিচালিত ছবিটিতে শাকিবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এছাড়াও আরও অভিনয় করেছেন তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ আরো অনেকে।
মুন্নি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির শুটিং ঢাকা, পূবাইলে করা হয়েছে। এ ছাড়াও কক্সবাজারসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ হয়েছে।
Development by: webnewsdesign.com