উরি হামলার পর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাক-শিল্পীদের উপর। নিশানায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘রইস’। যদিও মহারাষ্ট্র নব নির্মাণ সেনার নির্দেশে সেনা উন্নয়ন তহবিলে পাঁচ কোটি টাকা দিয়ে মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-কে। কিন্তু এ ধরনের কোনও ‘জবরদস্তি’ ডোনেশনে দেবেন না বলে জানিয়েছেন ফারহান আখতার।
ফারহানের কথায়, এই ভাবে জোর করে ডোনেশন আদায় করা অনুচিত। যেহেতু সেনার তরফেও এই টাকা নিতে অস্বীকার করা হয়েছে, তাই সরকারের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত বলে দাবি করেছেন ফারহান আখতার।
তিনি এমএনএস-এর সমালোচনা করে বলেন যে এই ঘটনা মারাত্মক দৃষ্টান্ত তৈরি করবে।
ভবিষ্যতে আর তাঁর ছবিতে কোনও পাক শিল্পীকে নেওয়া হবে না, এ কথা জানিয়ে ও সেনা তহবিলে পাঁচ কোটি টাকা ডোনেশন দিয়ে পরিষ্কার হয় ‘অ্যায় দিল…’-এর মুক্তির পথ।
তবে ‘রইস’-এ রয়েছে পাক অভিনেত্রী মাহিরা খান। তাই রাইসের ভাগ্যে কি আছে এখন সেটাই দেখার। যদিও কিছুদিন আগে শোনা গিয়েছিল রাইস থেকে বাদ দেওয়া হয়েছে মাহিরাকে!
Development by: webnewsdesign.com